হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট থেকে কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে জানায় র্যাব।
রোববার রাত ২টার দিকে উপজেলার মরাগাংকান্দা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান র্যাব-১৪-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
অভিযানে সাড়ে তিন হাজার কেজি জিরা, সাড়ে ২১ হাজার জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা কাপড় উদ্ধার করেছে র্যাব। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন খবরে র্যাব জানতে পারে, ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব পণ্য বাংলাদেশে এনে মজুদ করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।