মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। এবার চ্যাটবটটিকে কঠিন প্রশ্নের সঠিক তথ্য জানানোর সক্ষমতা যুক্ত করতে ‘ওথ্রি মিনি’ নামের নতুন এআই মডেল তৈরি করেছে ওপেনএআই। এপিআই ও চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন মডেলটি শিগগিরই উন্মুক্ত করা হবে বলে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
স্যাম অল্টম্যান বলেন, ‘নিরাপত্তা গবেষকদের ধন্যবাদ যাঁরা ওথ্রি-মিনি পরীক্ষা করেছেন। আমরা এখন একটি সংস্করণ চূড়ান্ত করেছি। মুক্তি জন্য কাজ শুরু করছি। কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা করছি। এখন আমরা মতামত নিচ্ছি। নতুন মডেল একই সময়ে এপিআই ও চ্যাটজিপিটিতে হবে। এটা খুব ভালো।’
ওথ্রি মিনি মডেলটি বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারে। একই সঙ্গে উন্নত লেখা ও কোডে ত্রুটি শনাক্তকরণ করতে পারে। নতুন মডেলটিতে বিভিন্ন চ্যালেঞ্জিং প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মডেলটি স্বচ্ছন্দে লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারের সুযোগ করে দেবে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলটি মাইক্রোসফটের ‘ফি-থ্রি মিনি’ নামের এআই মডেলের সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে। মাইক্রোসফট গত বছরের এপ্রিলে রিজনিং মডেল প্রকাশের ঘোষণা দেয়। ফ্রি-থ্রি মিনি হালকা কাঠামোতে জিপিটি ৩.৫ মডেলে কাজ করতে পারে। ওপেনএআই ও মাইক্রোসফট ছাড়াও অ্যানথ্রোপিক, গুগল ও মেটা তাদের নিজস্ব লাইটওয়েট এআই মডেল তৈরি করছে বলে জানা গেছে।
সূত্র: ডিজিটাল ট্রেন্ডস