অনলাইনে এআই চ্যাটবট না মানুষের সঙ্গে বার্তা আদান-প্রদান করছেন, তা বোঝার ৭ লক্ষণ

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন অ্যাপে একে অপরের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই। কেউ আবার অনলাইনে পরিচয় হওয়া অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করে থাকেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবটগুলো বর্তমানে মানুষের মতোই সাবলীলভাবে উত্তর দিতে পারে। আর তাই বার্তা আদান-প্রদানের সময় চ্যাটবট ও প্রকৃত মানুষের মধ্যে পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে অনলাইনে প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার হামলার আশঙ্কা থাকে। বেশ কিছু লক্ষণ দেখে মানুষ না এআই চ্যাটবটের সঙ্গে বার্তা আদান-প্রদান করা হচ্ছে, তা সহজেই বোঝা যায়। লক্ষণগুলো জেনে নেওয়া যাক।

১. অস্বাভাবিক দ্রুত উত্তর

মানুষের পক্ষে মুহূর্তের মধ্যেই নির্দিষ্ট প্রশ্ন বা বিষয়ে বিশদ ও সুচিন্তিত উত্তর দেওয়া সম্ভব হয় না। চিন্তা করতে ও টাইপ করতে কিছুটা হলেও সময়ের প্রয়োজন হয়। কিন্তু এআই চ্যাটবট যেকোনো প্রশ্নের উত্তর প্রায় সঙ্গে সঙ্গেই দিতে পারে। দ্রুত উত্তর আসার পাশাপাশি যদি বার্তাগুলো ব্যাকরণ গতভাবে নিখুঁত হয় এবং তাতে কোনো বানান ভুল না থাকে, তবে সেটি চ্যাটবট হওয়ার সম্ভাবনা বেশি।

২. কথার অর্থ হুবহু ধরে নেওয়া

ব্যঙ্গ, রসিকতা বা আঞ্চলিক ভাষার সূক্ষ্মতা বোঝার ক্ষমতা এখনো এআই চ্যাটবটের হয়ে ওঠেনি। ফলে বিভিন্ন বিষয়ে মানুষের রসিকতা বুঝতে না পেরে ভিন্ন উত্তর দিয়ে থাকে চ্যাটবটগুলো। তাই কথোপকথনে মাঝেমধ্যে রসিকতা বা আঞ্চলিক শব্দ ব্যবহার করে উত্তরের ধরন যাচাই করে চ্যাটবট শনাক্ত করতে হবে।

৩. অতিরিক্ত ভদ্রতা ও আনুষ্ঠানিকতা

সাধারণত কথোপকথনের সময় মানুষ কখনো কৌতুক করে, কখনো আবেগপ্রবণ হয় বা পরিস্থিতি অনুযায়ী কথার ধরন পরিবর্তন করে। কিন্তু এআই চ্যাটবট সব সময় ভদ্র ও নিরপেক্ষভাবে উত্তর দেয়। যদি কথোপকথনে স্বতঃস্ফূর্ততার অভাব থাকে এবং সব সময়ই শিষ্টাচার মেনে চলা হয়, তবে সেটি চ্যাটবট হওয়ার সম্ভাবনা বেশি।

৪. বারবার একই ধরনের উত্তর পাওয়া

বাস্তবে একজন ব্যক্তি পরিস্থিতি বুঝে প্রতিবার ভিন্নভাবে উত্তর দিয়ে থাকেন। তবে চ্যাটবট অনেক সময় একই কাঠামোর উত্তর বারবার দেয়। যদি একই প্রশ্নের উত্তরে একাধিকবার অভিন্ন ভাষা ব্যবহার করা হয় এবং নতুন কোনো দৃষ্টিভঙ্গি না আসে, তবে বুঝতে হবে এটি এআই চ্যাটবট।

৫. অস্পষ্ট ও সাধারণ উত্তর দেওয়া

সংবেদনশীল বা জটিল বিষয়ে মানুষের উত্তর সাধারণত বিশদ ও গভীর হয়। কিন্তু চ্যাটবট সব সময় সংক্ষিপ্ত এবং সাধারণ মানের উত্তর দিয়ে থাকে। যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে অস্পষ্ট, গড়পড়তা বা অতিরিক্ত সাধারণ পরামর্শমূলক উত্তর আসে, তাহলে সেটি চ্যাটবট হওয়ার সম্ভাবনা বেশি।

৬. সব সময় অনলাইনে থাকা

বাস্তব জীবনে ব্যস্ততা, বিশ্রাম বা ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য চাইলেই কারও পক্ষে সব সময় সক্রিয়ভাবে বার্তা আদান-প্রদান করা সম্ভব নয়। কিন্তু চ্যাটবট ২৪ ঘণ্টাই অনলাইনে সক্রিয় থেকে বার্তা আদান-প্রদান করে থাকে। আর তাই দিনের যেকোনো সময়ে বিরতিহীনভাবে বার্তা আদান-প্রদান করলে বুঝতে হবে সেটি এআই চ্যাটবট।

৭. অডিও বা ভিডিও কল এড়িয়ে যাওয়া

দীর্ঘদিন বার্তা আদান-প্রদানের পর অনেকেই অডিও বা ভিডিও কলে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু এআই চ্যাটবট এখনো মানুষের মতো স্বাভাবিক কণ্ঠস্বর ও আবেগপূর্ণ প্রতিক্রিয়া দেখাতে পারে না। আর তাই চ্যাটবট কখনোই অডিও বা ভিডিও কলে কথা বলতে রাজি হয় না। যৌক্তিক কারণে বারবার অডিও বা ভিডিও কল এড়িয়ে গেলে সেটি চ্যাটবট হওয়ার সম্ভাবনা বেশি।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *