“পুলিশ, বিজিবিকে টাকা দিয়ে সীমান্তে ব্যবসা করি”

হালুয়াঘাট প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে রমরমা চলেছে চোরাচালান ব্যবসা। পুলিশ, ডিবি, বিজিবিকে ম্যানেজ করেই চলছে এই চোরাচালান বাণিজ্য। চোরাচালানকারীদের রয়েছে অনেক বড় সিন্ডিকেট। থানার সামনেই মূল সড়কের পাশে এই সিন্ডিকেটের অফিস। এ যেন এক স্মাগলিং রাজ্য। এমতাবস্থায় পুলিশ, বিজিবিকে টাকা দিয়ে লাইন করে এসব ব্যবসা পরিচালনা করেন বলে জনসম্মুখে মোবাইল ফোনে বলতে থাকেন এক চোরাকারবারী। উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা নামক স্থানে মোবাইলে এসব কথা বলার সময় পাশেই বসা ছিলেন দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি কাউসার আহমেদ নয়ন।

ঠিক তার কিছুক্ষণ পর তিনি দেখতে পান নির্জন বাড়ি থেকে ভারতীয় পণ্য বোঝাই ভ্যান ব্লেড ও জিরা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এ সময় সাংবাদিক ভিডিও করতে চাইলে তার উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীর কয়েকজন সদস্য এসে তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা কেড়ে নেয় এবং শরীরে হাত দিয়ে লাঞ্ছিত করে। চোরাকারবারীরা সাংবাদিকের ফোন থেকে ভিডিওগুলো ডিলেট করে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়ে তারা মোবাইল ও নগদ অর্থ ফেরত দিতে বাধ্য হয়। পরে চোরাকারবারীরা তাদের চোরাই মাল এলোপাথারীভাবে নিয়ে পালিয়ে যায়। চলে যাওয়ার সময় তাদের ব্যবহৃত ফোনটা পরে যায় এবং এসময় তাদের মোবাইলে ব্যবসায়ের কিছু ভিডিও চিত্র দেখতে পান স্থানীয় লোকজন।

এ সময় চোরাকারবারীর এক সদস্য বলেন, আমরা পুলিশ, বিজিবিকে টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করি। এ ব্যবসায় অনেক বড় সিন্ডিকেট রয়েছে। তাদের কাজে বাধা দিলে খুব ভয়াবহ পরিণতি হবে। সাংবাদিকের নামে মাল ছিনতাইয়ের মামলা করবে বলেও হুমকি দেয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, ভিকটিম সাধারণ ডায়েরী করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *