হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
হালুয়াঘাটের ১১ নং আমতৈল ইউনিয়নের গাতি গ্রামে নারীদের দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে এসডিএফ এর অর্থায়নে গ্রাম সমিতির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন করেন মো: শফিকুর রহমান শফিক, চেয়ারম্যান ১১নং আমতৈল ইউ পি ও যুগ্ম আহ্বায়ক হালুয়াঘাট উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান সিও এসডিএফ, মো:ফয়জুর রহমান(সাবেক ভাইস প্রেসিডেন্ট হালুয়াঘাট উপজেলা ছাত্রদল, সদস্য উপজেলা যুবদল)
আবুল কালাম লিলু (সভাপতি, শ্রমিকদল আমতৈল ইউনিয়ন) যুবনেতা এস ইউ সুমন, মোছা. তাসলিমা খাতুন ক্লাস্টার ফ্যাসিলেটেটরএসডিএফ, রাসেল আহম্মেদ ক্লাসটার ফ্যাসিলেটেটর(টেকনিক্যাল) মোছা. মাকসুদা খাতুন, সভাপতি গাতি গ্রাম সমিতি ও অন্যান্য সদস্য’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।