হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনে ফাটল দেখা দিয়েছে। জানা যায়, ২০১৫ সালে সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ঠিকাদার প্রতিষ্ঠান ২০২২ সালে বিল্ডিং হস্তান্তর করে।
শিক্ষকরা জানায়, ভবনের দেয়ালে ফাটল রয়েছে। যে কোনো সময় ধ্বসে পড়তে পারে। ভবন নির্মানের কাজ নিম্নমানের হয়েছে। ঠিকাদারের লোকজন মাটি দিয়ে ভবনের ভিট ভরাট করেছে। কম পরিমাণে রড ও নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাতের বেলায় ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিল্ডিংয়ের উত্তর পাশে ওয়াশরুমের ভিতরে দেওয়ালের উপরের অংশে দুই জায়গায় ফাটল এবং বাহিরের দিকেও ফাটল রয়েছে। নতুন ভবনের পানির পাম্পও নষ্ট। ওয়াশরুমের কাঠের দরজাগুলোও পোঁকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়ার বেঞ্চ ও টেবিল নষ্টের পথে।
অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সুরভী আক্তার বলেন, নতুন ভবন ফাটল থাকার কারণে আমরা পুরাতন কক্ষে ক্লাস করি।
৯ম শ্রেণীর ছাত্রী হুমাইরা আফরিন প্রিয়সী বলেন, নতুন ভবন অনেক সুন্দর। সেখানে ক্লাস করতে পারলে অনেক ভালো লাগতো। তবে সেখানে বাউন্ডারি নেই, বিল্ডিং এ ফাটল, ওয়াশরুমের পাইপ ফাটাসহ আরও অনেক সমস্যা। যে কারণে আমরা সেখানে ক্লাস করতে পারছি না।