তাহসিন আহমদ:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হোন আন্দারমানিক গ্রামের শহীদ আব্দুল্লাহ আল মামুন। শহীদের স্বরণে স্থানীয় আলেম-ওলামা এবং এলাকাবাসীর উদ্যোগে একটি চত্বরের নাম দেয়া হয় “শহীদ আব্দুল্লাহ চত্বর”। সেখানে একটি ডিজিটাল প্রিন্ট ব্যানার টানানো হয়। গত ১লা ফেব্রুয়ারি রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং উক্ত স্থান থেকে ব্যানারটি সরিয়ে ফেলে।
স্থানীয় লোকজন বলেন, গত ২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর এসে শহীদের নামের ব্যানারটি আর যথাস্থানে দেখতে পাইনি।
রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি নিয়ে গিয়েছে। এ ব্যাপারে কেউ তেমন কিছু জানেও না।
এলাকার একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে জানিয়েছেন, এলাকাবাসী সবার মতামতের ভিত্তিতে চত্বরের নাম দেয়া হয়েছে ”শহীদ আব্দুল্লাহ চত্বর”। রাতের আঁধারে এটা খুলে নিয়ে যাওয়ার মতো ঘৃণ্য কাজ হাসিনার দোসরদের। কেননা ব্যানারটি টানানোর সময় কিছৃু হাসিনার দোসর এই কাজের বিরোধিতা করেছিল। এ ঘটনায় আমরা দু:খ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।
শহীদ আব্দুল্লাহ আল মামুনের পরিবারের এক সদস্য জানান, “শহীদ পরিবার হিসেবে উক্ত ঘটনায় আমরা খুবই ব্যথিত হয়েছি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।”