হালুয়াঘাট সীমান্তে ১৬৮৬ কেজি চিনি জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়ন থেকে ১ হাজার ৬ শত ৮৬ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি। জব্দ চিনির আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার ৭৫০টাকা।

রাত ৯ টা ৩০ মিনিটের বান্দরকাটা বিওপি সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার নিয়ামত আলী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে বেলতলী চায়নামোড় ১১৩২ মেইন পিলার ৪০০ গজ বাংলাদেশের ভিতর থেকে চোরাকারবারিরা ভারতীয় চিনি আনার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের বান্দরকাটা বিওপির বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এই চিনি জব্দ করে।

এব্যাপারে নায়েব সুবেদার মো. নিয়ামত আলী বলেন, চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ১ হাজার ৬ শত ৮৬ কেজি চিনি জব্দ করতে সক্ষম হই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *