সোনার দাম বেড়েছে, ভরি এখন ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। নতুন বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ল। এবার ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ ১ হাজার ৯৮৩ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, কাল বৃহস্পতিবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা ও ১৮ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৫ হাজার ৬২ টাকা।

আজ বুধবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯০১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩৮৮ টাকা বাড়বে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *