এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন বাংলাদেশ আয়োজিত নবম গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডসের (জিএসইএ) বাংলাদেশ অধ্যায়ে উদ্ভাবন ও উদ্যোগে বিজয়ী হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শৌমিক হাসান শ্রান্ত ও তাঁর ব্যবসা ডুবোটেক। তারা পাঁচ লাখ টাকার পুরস্কার জিতেছে। সেই সুবাদে তারা আগামী ১০ মার্চ ভারতের নাগপুরে অনুষ্ঠেয় বৈশ্বিক কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।
শৌমিক হাসান শ্রান্ত পরের ধাপে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর আগামী মে মাসের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রতিযোগিতাটির বৈশ্বিক ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে বিজয়ীকে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
ঢাকার গুলশানের একটি হোটেলে গত রোববার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহায়তায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বাংলাদেশ অধ্যায়ের গ্র্যান্ড ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (আইবিএ) শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন শৌরভ ও তাঁর ব্যবসা ওয়েস্টেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বিজয়ী ও রানারআপের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে দেশের তরুণ শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবন ও উদ্যোক্তা–উদ্যোগ পরিচালনার মনোভাব দেখানোর সুযোগ পান।
এবার জিএসইএর বাংলাদেশ অধ্যায়ের চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ইও বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন খালেদ আর ভেঞ্চারসের সিইও ও রবি আজিয়াটার ডিজিটাল ভেঞ্চার সাবসিডিয়ারির প্রধান কাজীএম হাসান এবং সিন্দাবাদ ডটকমের এমডি আসিফ জহির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসইএ বাংলাদেশ চ্যাপটারের চেয়ার আমের সেলিম ও কো-চেয়ার হাসনাত মোশাররফ; ইও বাংলাদেশের সভাপতি ও ট্রেড ডিজাইন সলিউশনের চেয়ারম্যান ফাতিন হক এবং ইউসিবির চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের এমডি শরীফ জহির।
একই দিনে ইও বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় ইও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ভিক্রম ভারতীয়া ও প্রভাকর কাদাভাসাল জুমের মাধ্যমে অংশ নেন।