কাওসার আহমেদ নয়ন, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
হালুয়াঘাটের ৭ নং শাকুয়াই ইউনিয়নের পিকা গ্রামে রশি দিয়ে খেলতে গিয়ে রশি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ বিকাল ৫:১০ মিনিটে রশি দিয়ে কাঁঠাল গাছে খেলা করছিলো শান্ত (৮)। খেলার এক পর্যায়ে গাছের ডালে রশির এক প্রান্ত বেধে অপর প্রান্ত নিজের গলায় বাধে শান্ত।
হঠাৎ করে গাছের ডাল থেকে পরে গেলে গলায় রশি আটকে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে শান্তর চাচী রোকেয়া খাতুন বলেন, আমি বসে হলুদ বাটা ঘষা করার সময় শান্ত খেতে বসেছিল, খাওয়া শেষ হলে শান্ত রশি নিয়ে কাঁঠাল গাছে খেলাধুলা করছিল। তখন বাড়ির দুটি শিশু বাচ্চা শান্তকে গাছে দেখে বাড়িতে খবর দেয় এবং বলে শান্ত ভাই গাছে বসে আছে । কোন নড়াচড়া করছে না।
এই ঘটনা বিষয় জানতে চাইলে তার দাদা ইদ্রিস আলী বলেন, গত কয়েকদিন আগে পাশের বাড়ির একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেটা দেখেই সে হয়তো এমন কাজ করতে পারে ।
নিহত শান্ত ছিল সাবেক মেম্বার রফিকুল ইসলামের নাতি এবং রোকন মিয়ার প্রথম ঘরের সন্তান। সে ভাট্টা চৌরাস্তায় অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল এন্ড স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের বাবা-মা উভয়ই ঢাকায় চাকরি করে বলে জানা যায়।
এ বিষয়ে হালুয়াঘাট থানা ওসি আবুল খায়ের বলেন, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।