হালুয়াঘাটে কৃষক হত্যার মূল আসামী আটক

সুমন আহম্মেদ (ময়মনসিংহ)
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লক্ষীকুড়া গ্রামের কৃষক ইসরাফিল (৪০) হত্যা মামলার মূল আসামী আবু রায়হান (২২) কে ২৬ জানুয়ারি রবিবার হালুয়াঘাট থানার এসআই শুভ্র সাহা ও তার টিম ভালুকা, গাজীপুর ও খাগড়াছড়ির দীঘিনালা থানায় অভিযান চালিয়ে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার কলাপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ২০ জানুয়ারি লক্ষীকুড়া গ্রামে সকালে নিজ জমিতে কৃষিকাজ করাকালীন জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে কৃষক ইসরাফিল (৪০) খুন হন। ঘটনার পর থেকেই অপরাধীরা আত্মগোপনে চলে যান। নিহতের স্ত্রী জরিনা খাতুন আবু রায়হানকে প্রধান আসামী করে, ৪ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হালুয়াঘাট থানার মামলা নং:১৯, তারিখ: ২১/০১/২০২৫ ইং ধারাঃ ৩২৩/৩০২/১১৪/৩৪ দঃবিঃ,১৮৬০।
হালুয়াঘাট সার্কেল এএসপি জনাব সাগর সরকার ও অফিসার ইনচার্জ হালুয়াঘাট থানা জনাব আবুল খায়ের হত‍্যার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তকারী কর্মকর্তা কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সেই প্রেক্ষিতে এসআই শুভ্র সাহা তার টিম নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে রবিবার খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার কলাপাড়া বাজার হত্যা মামলার মূল আসামী আবু রায়হান (২২) কে আটক করে। পরে আসামীর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুড়ি ও বিভিন্ন আলামত জব্দ করে সোমবার দুপুরে আবু রায়হানকে আদালতে প্রেরণ করা হলে সে স্বেচ্ছায় দোষ স্বীকারুক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ মামলার বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় হালুয়াঘাট থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *