সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর চড়াও হলো বালির বদলে মাটি সরবরাহকারী
হালুয়াঘাট, ময়মনসিংহ সংবাদদাতা:
গতকাল ১৩ই ফেব্রুয়ারি উপজেলার কালাপাগলা থেকে জয়মঙ্গল পর্যন্ত ৫০০ মিটার রাস্তার কার্পেটিং এর কাজের পূর্বে বক্সের বালি ভরাটের কাজে অনিয়ম ও দুর্নীতির খবরে সরেজমিন দেখতে যায় হালুয়াঘাটস্থ সাংবাদিক কল্যাণ ফোরামের সাংবাদিকগণ। ঠিকাদার সোহেলের সহকারী ময়দান আলীর কাছে সাংবাদিকরা জানতে চায়- রাস্তার কাজে বালির পরিবর্তে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে কেন?
জবাবে ময়দান আলী জানায়- ঠিকাদার আমাকে যা সরবরাহ করছে আমি তা দিয়েই কাজ করছি।
এলাকাবাসী এমন সময় স্বতঃস্ফূর্তভাবে বিষয়গুলো সাংবাদিকদের জানাতে থাকলে বালির পরিবর্তে মাটি সরবরাহকারী মীর্জা ফয়সাল আহমেদ রনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করতে করতে এগিয়ে আসে এবং সাংবাদিক সুমনের মোবাইল কেড়ে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানকে জানালে তিনি হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন।
এলাকাবাসী জানান, এর পেছনে প্রভাবশালী মহল জড়িত রয়েছে। অন্যথায় বালুর বদলে মাটি সরবরাহকারী– যে কিনা নতুন করে প্রভাবশালী হয়ে ওঠা একটি রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত– সাংবাদিকের উপর এভাবে চড়াও হওয়ার সাহস পেত না।
উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক অনিয়মের সত্যতা স্বীকার করে সংশোধনের ব্যবস্থা নেবেন বলে জানান।