হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গত জুলাই- আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত ফ্যাসিস্ট নানা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাদের কোনও ফাঁদে পা দেয়া যাবে না।
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।
গত বছর ৪ নভেম্বর রাজধানী ঢাকা থেকে গ্ৰেফতার হয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পতিত স্বৈরাচার সরকার গণতন্ত্রে বিশ্বাসী ছিল না বলে জাতীয়তাবাদী শক্তির বিরোধীতা করে আসছিল শুরু থেকেই এবং এই শক্তি বিনাশ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার সর্বোচ্চ ষড়যন্ত্রের পথ ধরে হেঁটেছেন। এই হীন ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাননি হালুয়াঘাটের কৃতি সন্তান, হালুয়াঘাট – ধোবাউড়া উপজেলার গণমানুষের প্রিয়ভাজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তাকেও ৯৯ দিন কারাভোগ করতে হয়েছিল পতিত জালিম সরকারের আমলে। কিন্তু এতেও তাকে দমিয়ে রাখতে পারেনি তারা। তিনি কারামুক্ত হয়ে আবারও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দেন। তাই এই মহান নেতার ১ম কারামুক্তি দিবস পালন উপলক্ষে এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মার্কেট প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, এদেশের স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি মনে করেন, ঐক্যবদ্ধ শক্তি যেকোনো পরিস্থিতিতে অপরিহার্য।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, চেয়ারম্যান শফিকুর রহমান, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অনেকেই।
সমাবেশ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।