হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
হালুয়াঘাটের গাতী গ্রামে গলায় দড়ি দিয়ে জয় ( ১৯) নামে একজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ সকালে নিজ কক্ষে তার লাশ ঝুলতে দেখতে পায় তার আত্মীয় স্বজন।
সে মানিক দেবনাথের পুত্র ছিল। তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, সে ভার্সিটি পরিক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গতকাল রাতের খাবার খাওয়ার পর সে ঘুমাতে যায়। আজ সকালে তার পরিবার দেখে সে ঘরের চালের সঙ্গে গামছা ও ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মৃত্যুর ঘটনা উদঘাটন করার জন্য পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।