চেতনায় বাংলাদেশ পত্রিকার অফিসিয়াল পেইজ ও আইডি হ্যাক

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইট হ্যাক হয়েছে।

আজ সন্ধ্যা ৭ টা ২৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর আগে বিকাল ৫টার দিকে চেতনায় বাংলাদেশের অফিসিয়াল পেইজের বিভিন্ন নিউজের পোস্টে তাবাসসুম চৌধুরী নামক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।
এমনকি চেতনায় বাংলাদেশের চেয়ারম্যান কে.এম. মোজাপফার হুসাইনকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানহানীকর তথ্য ছড়ায়।

“চেয়ারম্যান কে.এম মোজাপফার হুসাইন বিদেশে ৫০০ কোটি টাকা পাচার করেছে। তার ভাই আওয়ামীলীগের প্রভাবশালী এমপি হওয়ায় তার কিছুই হয়নি।” এমন সব মিথ্যা তথ্য প্রচার করছিলো।

এ বিষয়ে দৈনিক চেতনায় বাংলাদেশের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো একটি অসাধু চক্র এসব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে এবং ধারনা করা হচ্ছে তারাই এই হ্যাক করেছে ।

এরাই ভুয়া ফেসবুক পেইজ খুলে দির্ঘদীন থেকে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল। বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষ কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে ডিএমপিতে মানহানি ও ভুয়া ফেসবুক পেইজ শনাক্তকরণ পূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে অভিযোগ করবেন বলে জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক জেমস আব্দুর রহিম রানা । তাছাড়া দৈনিক চেতনায় বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইট উদ্বারে চেতনায় বাংলাদেশ টিম কাজ করছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসাধু মহলের নিয়ন্ত্রনাধীন ওই আইডির নাম দেয়া হয় তাবাচ্ছুম চৌধুরী। ভুয়া ওই পেইজটিতে কয়েকজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছবি সংযুক্ত করে অপ-প্রচার চালায় চক্রটি এবং দৈনিক চেতনায় বাংলাদেশ’র ডিজিটাল প্লাটফর্মে এসে কমেন্ট বক্সে মিথ্যা অপপ্রচার চালায়।

এদিকে কর্তৃপক্ষের নজরে আসলে কালক্ষেপন না করে দৈনিক চেতনায় বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইট উদ্বারে চেতনায় বাংলাদেশ টিম কাজ করছে।

পত্রিকার নির্বাহী সম্পাদক জেমস আব্দুর রহিম রানা, ঐ আইডিতে দেখা যায় বিভিন্ন প্রতষ্ঠানের নাম ভাঙ্গিয়ে গুগল ফর্মের মাধ্যমে তারা আবার সাংবাদিক ও নিয়োগ করছে । ও কুচক্রী মহলটি তাদের স্বার্থ হাসিলে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।

এতে পত্রিকার মুল পেইজ ও আমাদের মান ক্ষুন্ন হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও আইডি টি অবিলম্বে বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহীনির দ্বারস্থ হবো । নির্বাহী সম্পাদক আরও জানান, আমরা নিরপেক্ষতা বজায় রেখে সর্বদা সংবাদ পরিবেশন করে থাকি।

কারও বিরুদ্ধে অপ-প্রচার পেশাদারিত্বের বিপরীত। যা কখনোই কাম্য নয়। অসাধু মহলের অপ-তৎপরতায় বিভ্রান্ত না হয়ে পাঠক ও সর্ব মহলের সহযোগীতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *