সুমন আহমেদ, হালুয়াঘাট প্রতিনিধি, ময়মনসিংহ:
হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের পূর্ব গোপিনগর গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু আগুনে পুড়ে মারা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব গোপিনগর গ্রামের মোঃ হরমুজ আলীর গোয়াল ঘরে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১/৩০মিনিটের সময় হঠাৎ করে গোয়াল ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার পর বাড়ির মালিকের ডাক চিৎকারে আশপাশের প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
অনেক চেষ্টার পর আগুন নিভানো হলেও গরু গুলোকে বাচানো সম্ভব হয়নি। গরুর মালিক হরমুজ আলী জানায় গোয়াল ঘরে থাকা দুটি গর্ভবতী গরু, একটি গরু অনেক দিন হল, বাচ্চার জন্ম দিয়েছে ওই বাঁচ্চাসহ ৫টি গরু ২০/২৫মিনিটের মধ্যে আগুনে পুড়ে মা-রা যায়। আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার কারণে ঘর এবং গরু গুলোকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, ৫টি গরুর মূল্য হবে আনুমানিক ৩লক্ষ টাকা, গোয়াল ঘরসহ ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ পূর্ব শত্রুতার জেড় ধরে এই আগুন লাগাতে পারে, না হলে অল্প সময়ের মধ্যে গরুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা নয়।